মূল পাতা মুসলিম বিশ্ব মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আফগান সরকার; কাবুলে বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট জব্দ, গ্রেপ্তার ৭
শেখ আশরাফুল ইসলাম 06 November, 2025 02:03 PM
মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। তারই ধারাবাহিকতায় এবার ১ লাখ ৩৩ হাজার মাদক ট্যাবলেট জব্দ এবং ৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) হুররিয়াত রেডিওর প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের বিশেষ বাহিনী কাবুল শহরের ১২, ৫ ও ৪র্থ নিরাপত্তা জোনে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করে।
মন্ত্রণালয় আরও জানায়, অভিযানে মোট ১ লাখ ৩৩ হাজার ভয়াবহ “জিকুপ” ট্যাবলেট ও আরও ৫০০টি মাদক ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ছাড়া এসব মাদক ট্যাবলেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিচার প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।
সূত্র : হুররিয়াত রেডিও